সদ্য সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ২ হাজার ৩৯১ কোটি ডলার। আর অর্থবছরের শেষ মাস অর্থাৎ জুনে এসেছে ২৫৪ কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, সমাপ্ত অর্থবছরে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৩৯১ কোটি ডলার। ২০২২-২৩ অর্থবছরে এসেছিলো ২ হাজার ১৬১ কোটি ডলার। অর্থাৎ ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্সের প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৬৪ শতাংশ।
অন্যদিকে অর্থবছরের শেষ মাস অর্থাৎ জুনে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় এসেছে ২৫৪ কোটি ডলার। ২০২৩ সালের জুনের চেয়ে যার পরিমাণ ৩৪ কোটি ২৯ লাখ ডলার বা ১৫ দশমিক ৫৯ শতাংশ বেশি। গত বছরের পুরো জুন মাসে রেমিটেন্স এসেছিল ২১৯ কোটি ডলার।
প্রবাসী আয়ের নাজুক অবস্থা কেটে গিয়ে গত জানুয়ারিতে প্রথমবারের মতো দুই বিলিয়ন ডলার ছাড়ায় রেমিটেন্স। মাসটিতে প্রবাসী ও তাদের সুবিধাভোগীদের অ্যাকাউন্টে জমা হয় ২ দশমিক ১১ বিলিয়ন ডলার। একক মাস হিসেবে গত অর্থবছরের প্রথম ছয় মাসে রেমিটেন্স প্রবাহ দেড় থেকে প্রায় দুই বিলিয়ন ডলারের ঘরে ছিল।
এরপর থেকে একক মাস হিসেবে চলতি বছরের মার্চ মাস ছাড়া গত পাঁচ মাসেই দুই বিলিয়ন ডলারের উপরে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠিয়েছেন।
এর মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল গত মে শেষে। মাসটিতে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স এসেছে ২ দশমিক ২৫ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ছিল ৩৩ দশমিক ২৩ শতাংশ। একক মাস হিসেবে এ রেমিটেন্স গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ।
এর আগে ২০২০ সালের জুলাই মাসে সর্বোচ্চ ২ দশমিক ৫৯ বিলিয়ন ডলার এসেছিল ব্যাংকিং চ্যানেলে। সাধারণত রোজা, ঈদ, বাংলা নববর্ষকে ঘিরে প্রবাসীরা অন্য সময়ের চেয়ে বেশি অর্থ দেশে পাঠিয়ে থাকেন। গত মাসে কোরবানির ঈদকে কেন্দ্র করে প্রবাসীরা বেশি অর্থ পাঠিয়েছেন দেশে।