রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পাঁচ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন৷ বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠানে এক ভলান্টিয়ারকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারাত্মকভাবে আহত করার দায়ে তাদের বহিষ্কার করা হয়৷
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত পৃথক পাঁচটি অফিস আদেশে তাদের বহিষ্কারের নোটিশ দেওয়া হয়৷
এতে বলা হয়, বহিষ্কার শিক্ষার্থীরা ৯ ডিসেম্বর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল ছাত্র শিক্ষক মিলনায়তনে সিআরআইয়ের ইয়ুথ প্ল্যাটফর্ম ‘ইয়াং বাংলা’ কর্তৃক আয়োজিত 'বিচ্ছুরণ' অনুষ্ঠানের এক ভলান্টিয়ারকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারাত্মকভাবে আহত করেন।
পরে ১৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা বোর্ডের সুপারিশক্রমে ও ১০০তম সিন্ডিকেট মিটিংয়ে বিবিধ-১ এর সিদ্ধান্ত অনুযায়ী এ পাঁচ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- মোস্তফা রাফিদ(১৭-০৭৯৬৪), কে. এম. আশিকুর রহমান (১৭-০৮০৬৯), মো. রাসেল আহমেদ(১৭-০৮০২৫), তোফায়েল আহমেদ (১৭-০৭৯৫৩), মো. মহিবুল্লাহ সাগর(১৭-০৮০২৫)।