‘নগদ ফাইন্যান্স পিএলসি’ নামে নতুন একটি আর্থিক প্রতিষ্ঠানের চূড়ান্ত লাইসেন্স দিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১৭ মে) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ নগদ ফাইন্যান্সকে চূড়ান্ত অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর ফলে নগদ ফাইন্যান্সের অর্থায়নে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আর কোনও বাধা থাকলো না।
প্রজ্ঞাপনে নগদ ফাইন্যান্সের ঠিকানা ডেলটা ডালিয়া টাওয়ার, ৩৬ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী উল্লেখ করা হয়েছে। একই ঠিকানা মোবাইলে আর্থিক সেবা দেওয়া প্রতিষ্ঠান নগদেরও। আর্থিক প্রতিষ্ঠান নগদ ফাইন্যান্সের পরিচালনা পর্ষদেও রয়েছেন মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের মালিকানায় থাকা ব্যক্তি ও কর্মকর্তারা।
গভর্নর আব্দুর রউফ তালুকদার বাংলাদেশ ব্যাংকে যোগদান করার পর গত জুলাইয়ে প্রতিষ্ঠানটিকে প্রাথমিক অনুমোদন দেওয়া হয়।