যুক্তরাষ্ট্রের বাফেলো শহরে কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তের বন্দুকের গুলিতে ২ বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বাফেলোর ইস্ট ফেরি ও জেনার স্ট্রিটের ১০০ ব্লকে এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তের বন্দুকের গুলিতে নিহত দুইজন হলেন- বাবুল (৪৫) ও ইউসুফ (৫৩)। তাদের সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি বাফেলোর বাংলাদেশি কমিউনিটির নেতারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাফেলোতে বাবুলের বাড়িতে কাজ করছিলেন ইউসুফ। এ সময় একজন কৃষ্ণাঙ্গ যুবক এসে তাদের কাছ থেকে কিছু অর্থ দাবি করেন। উভয়ের মধ্যে কথাকাটির এক পর্যায়ে কৃষ্ণাঙ্গ যুবকটি তাদের ওপর গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। তাদের মরদেহ ইসিএমসি হাসপাতালের মর্গে রয়েছে।
এদিকে তাদের মৃত্যু উপলক্ষে আজ রোববার ফিলমোর জামে মসজিদের সামনে প্রতিবাদে সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশিরা।
বাফেলো পুলিশ জানিয়েছে, জেনার স্ট্রিটে বন্দুকের গুলিতে দুই ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে শহরের ক্রাইসিস ম্যানেজমেন্ট টিমসহ একটি সোয়াট (বিশেষ অস্ত্র এবং কৌশল) টিম দ্বারা সন্দেহভাজন ব্যক্তিকে ঘিরে রাখা হয়।
স্টপ দ্য ভায়োলেন্স কোয়ালিশনের নির্বাহী পরিচালক মারে হলম্যান জানান, আমাদের এই বাফেলো শহর খুব শান্ত ছিল। এ ধরনের ঘটনা ঘটে খুবই দুঃখজনক। তবে সন্দেহভাজন দুর্বৃত্ত তাদের হেফাজতে আছে কি না, তা নিশ্চিত করেনি পুলিশ।