এপ্রিল ২৫, ২০২৪

যুক্তরাষ্ট্র ও অন্যান্য শত্রুপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করতে উত্তর কোরিয়ার প্রায় আট লাখ তরুণ সেচ্ছাসেবী মিলিটারি সার্ভিস রয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রনডং সিনমামের বরাত দিয়ে আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৭ মার্চ) এসব সেচ্ছাসেবীরা মিলিটারি সার্ভিসে যুক্ত হয়েছে। তারা উত্তর কোরিয়ার শত্রুদের ধ্বংস করতে ও দুই কোরিয়াকে একত্রিত করতেও প্রস্তুত।

সেচ্ছাসেবীদের বেশির ভাগ ছাত্র ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরতা। তাদের দেশের ভ্যানগার্ড হিসেবে আখ্যায়িত করা হয়েছে। মার্তৃভূমিকে রক্ষা ও শত্রুদের ধ্বংস করতে যুদ্ধ করতে তারা প্রস্তুত বলেও জানানো হয়।

রনডং সিনমাম আরও জানায়, সমাজতান্ত্রিক পিতৃভূমিকে মুছে ফেলার জন্য শেষ প্রচেষ্টা যারা চালাচ্ছে তাদের কঠোরভাবে দমন করতে তরুণ সেচ্ছাসেবীরা প্রতিজ্ঞাবদ্ধ।

সম্প্রতি সাবমেরিন থেকে কৌশলগত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। পাঁচ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়া শুরু করার কয়েক ঘণ্টা আগে এই পরীক্ষা চালায় দেশটি।

এর আগে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বেশ কিছু ক্ষেপণাস্ত্র পরীক্ষা পর্যবেক্ষণ করেন এবং প্রতিদ্বন্দ্বীদের প্রতিহত করতে সেনাদের চেষ্টা তীব্র করতে বলেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *