বিজ ডেস্ক
চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে প্রথমবার অঘটনের শিকার হলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম্যাচে অপরাজিত রিয়ালের জয়রথ থামাল আরবি লাইপসিগ।
লাইপজিগের রেড বুল অ্যারেনায় মঙ্গলবার (২৫ অক্টোবর) চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে স্বাগতিকরা।
লাইপসিগের হয়ে গোল তিনটি করেন গাবারদিওল, ক্রিস্তোফা এনকুনকু ও টিমো ভেরনার। রিয়ালের হয়ে দুটি গোল শোধ করেন দুই ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো।
চোটের কারণে আগে থেকেই একাদশের বাইরে ছিলেন কারিম বেনজেমা ও ফেদে ভালভেরদে। অন্যদিকে লুকা মড্রিচ স্কোয়াডে থাকলেও আগের দিন তাকে সরিয়ে নেয়া হয়। এ তিন খেলোয়াড়ের শূন্যতা ভালোভাবেই টের পেল দারুণ ছন্দে থাকা রিয়াল মাদ্রিদ।
ম্যাচ শুরুর প্রথম ২০ মিনিটে দারুণ খেলে লাইপসিগ। এতে করে ছন্নছাড়া হয়ে যায় রিয়াল মাদ্রিদ।
ম্যাচ শুরুর ১৮ মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে যায় লাইপসিগ। ম্যাচের ১৩তম মিনিটে ইশকো গাবারদিওল ও ১৮তম মিনিটে ক্রিস্তোফা এনকুনকুর গোলে রিয়ালের কাছ থেকে ম্যাচ নিয়ন্ত্রণে নেয় দলটি।
বিরতির আগে ভিনিসিয়াস এক গোল শোধ করলেও দ্বিতীয়ার্ধে আবারও ব্যবধান বাড়িয়ে নেন টিমো ভেরনার। ম্যাচের অন্তিম মুহূর্তে স্পট কিকে রদ্রিগো ব্যবধান কমালেও লড়াইয়ের সময় আর ছিল না আর।
পাঁচ রাউন্ড শেষে ১০ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষেই আছে রিয়াল। ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে লাইপসিগ। তৃতীয় স্থানে শাখতার দোনেৎস্কের পয়েন্ট ৬।
পাঁচ মাসের বেশি সময় পর প্রথম হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল। গত মৌসুমে লা লিগায় মে মাসে সবশেষ আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে হেরেছিল লিগ চ্যাম্পিয়নরা।
ইউরোপসেরার মঞ্চে এ নিয়ে টানা দুই ম্যাচে জয়শূন্য রইল রিয়াল। গত রাউন্ডে শাখতারের মাঠে ১-১ গোলে ড্র করেছিল তারা। তাতে মিলেছিল শেষ ষোলোর টিকেট।