বেক্সিমকো গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা তারেক আলমকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (২২ জানুয়ারি) গোয়েন্দা পুলিশের সহায়তায় দুদকের একটি টিম তাকে আটক করেছে। দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনের নেতৃত্বে একটি টিম তাকে আদালতে হাজির করতে যাচ্ছে। সংস্থাটির ঊর্ধ্বতন একটি সূত্র গনমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
অনিয়ম, দুর্নীতি, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ব্যাংকিং নিয়মাচার ভেঙে বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে, এমন অভিযোগে বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে দুদকে অনুসন্ধান চলমান রয়েছে। একইসঙ্গে অনিয়ম, দুর্নীতি, অর্থপাচারের অধিকতর অনুসন্ধান ও তদন্ত করতে তিন সংস্থার সমন্বয়ে যৌথ টিমও কাজ করছে।