এপ্রিল ১৯, ২০২৪

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে সাক্ষ্যগ্রহণের সময় আইনজীবীদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটে।

এ কারণে দুপুরের পর তিন ঘণ্টা সাক্ষ্য গ্রহণ বন্ধ ছিল। বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে আওয়ামীপন্থি আইনজীবীরা ধাওয়া দিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের এজলাস থেকে বের করে দেন। এসময় কয়েকজন আইনজীবী আহত হয়েছেন।

এজলাস থেকে বিএনপিপন্থি আইনজীবীরা চলে গেলে ৬টায় বিচারক এজলাসে বসেন। এরপর ৬টা ২৫ মিনিট পর্যন্ত এম এ মতিন নামের এক ব্যক্তির সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *