প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কারও কাছে হাত পেতে চলতে হবে না। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে উন্নত করতে জাতির পিতার স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার।
বুধবার (৫ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ যেনো আর পিছিয়ে না পড়ে সেভাবেই সরকার দেশ গড়ে তুলতে কাজ করছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের একটা সিদ্ধান্ত বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করেছে।
সরকার প্রধান বলেন, জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করেই প্রশিক্ষণকে গুরুত্ব দেয় সরকার। তাই মিলিটারি একাডেমিসহ প্রতিটি প্রতিষ্ঠানই এখন উন্নত।