মার্চ ২৯, ২০২৪

আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বলেছেন, বর্তমান পুঁজিবাজারের অস্থিরতাটা অস্থায়ী। বৃহৎ ও দীর্ঘমেয়াদী উদ্দেশ্য নিয়ে আদানি গোষ্ঠী কাজ চালিয়ে যাবে। আরও সম্প্রসারণ ও বৃদ্ধির দিকে নজর দেওয়া হববে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সংস্থার তৃতীয়-ত্রৈমাসিক আয়ের রিপোর্ট প্রকাশ করেন তিনি।

সেল-অফের এই প্রবণতা সাময়িক। এমনটাই আশ্বাস দিলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। আদানি এন্টারপ্রাইজ ক্রমেই বৃদ্ধির দিকে এগিয়ে চলেছে। মুনাফাও মধ্যম স্তরে রয়েছে বলে জানালেন তিনি।

আদানি গ্রুপের সংস্থাগুলি গত দুই সপ্তাহে প্রায় ১০ লক্ষ কোটি টাকা হারিয়েছে শেয়ার বাজারে। মার্কিন শর্ট-সেলার হিন্ডেনবার্গ রিসার্চ আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার কারচুপি ও বিপুল ঋণের অভিযোগ আনে। এরপরেই ধস নামে শেয়ারে। যদিও সেই পতনের হার আপাতত কিছুটা হ্রাস পেয়েছে।

মঙ্গলবার আদানি এন্টারপ্রাইজেস ডিসেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিকে ৮২০.৬ কোটি টাকা নিট মুনাফা হয়েছে বলে ঘোষণা করেছে। সংস্থার রেভেনিউ ৪২% বেড়ে ২৬ হাজার ৯৫০.৮৩ কোটি টাকায় দাঁড়িয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) আদানি এন্টারপ্রাইজেসের শেয়ার ১.২৭% বৃদ্ধি পেয়েছে। তবে ২০২৩ সালের শুরুর সময় থেকে এখনও পর্যন্ত সংস্থার শেয়ার প্রায় ৫৩% হ্রাস পেয়েছে।

খবর: হিন্দুস্তান টাইমস

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *