রাজধানীর বঙ্গবাজারে অন্তত ১৮ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এনং ১ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।বাকি ১৩ জনের গুরুতর কিছু না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬:১৫ টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। সেখানে আহতদের মধ্যে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য, দোকান মালিক ও কর্মচারীসহ আরো অনেকেই ছিল।
বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন মো. মেহেদী হাসান (৩৫)। তিনি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্য। ঢামেকে ভর্তি চারজন হলেন- নিলয় (২২), শাহীন (৪০), রিপন মিয়া (৩৬), রুবেল (৩২)
প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়ে যাওয়া ১৩ জনের মধ্যে ৮ জন পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের সদস্য। তারা হলেন- শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইসরাফিল ইসলাম (৪০), র্যাব-২-এর উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদ (৪৭), ফায়ার সার্ভিসের সদস্য আতিকুর রহমান রাজন (৩৫), রবিউল ইসলাম অন্তর (৩৮), মেহেদী হাসান (৩৫), দিদারুল হক (৩৬), বাবুল চক্রবর্তী (৫৮)।
বাকি ৫ জন দোকান মালিক ও কর্মচারী। তারা হলেন- দুলাল মিয়া (৬১), সোহেল (৪৮), সুমন মিয়া (৩৫), মিজানুর রহমান (৪৮), আশিক (২০), হাফিজুর রহমান (৪০)।