মার্চ ২৯, ২০২৪

ফ্লোর প্রাইসের বিষয়ে সকল বিনিয়োগকারীদের সতর্ক থাকতে হবে বলে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকে বার্তা দিয়েছেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. আল আমিন। পাশাপাশি তিনি অতিমূল্যায়িত শেয়ারের বিষয়ে সকল বিনিয়োগকারীদেরকে সতর্ক থাকার জন্যও অনুরোধ জানিয়েছেন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) ফেসবুক পোস্টে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে তিনি এ বার্তা দেন।

ফেসবুকে তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো- “সাধারণ বিনিয়োগকারীদের সকলকে খুব সতর্ক থাকতে হবে, কোনো ভাবেই কোনো মহল যেন কোন চাপ প্রয়োগ করে ফ্লোর প্রাইস তুলে দেয়ার কোন পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারে। কারণ অধিকাংশ শেয়ার ফ্লোরে, কিছু সংখ্যক শেয়ারের সাথে মালিকপক্ষ বেনামে এবং কিছু মার্কেট মেকার মিলে অনেক শেয়ারের দাম অতি মূল্যায়িত করেছে। যারা লোভে ঐসব শেয়ার বেশি দামে কিনেছে,তার শাস্তি তারা পাবে,ঐটা সাধারণ বিনিয়োগকারীর কোন মাথা ব্যথা হওয়ার কথা। কারণ ভাল শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারী সবাই আগে ফ্লোরে ছিল,এখনো ফ্লোরে থাকবে। মার্কেট মেকার তাদের প্রয়োজনেই আবার নতুন কোন পরিকল্পনা নিয়ে আগাবে,আর যদি তাদের চাপে ফ্লোর প্রাইস তুলে দেয়ার মত আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া হয়,তখন সবাই দেউলিয়া হয়ে যাবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে,কারণ আমাদের দেশে কোন আন্তর্জাতিক বাজারের উদাহরন দিলে হবে না,চাহিদা যোগান তত্ত্ব নিয়ে কথা বললেও হবে না। আমাদের বাজারের একমাত্র গুরুত্বপূর্ণ উপাদান আবেগ,তাই কোন ভাবেই ফ্লোর প্রাইস তোলা হবে না,তুলতে দেয়া হবে না। সকল সাধারণ বিনিয়োগকারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে ,যেন কোন সিদ্ধান্ত সাধারণ বিনিয়োগকারীর উপর ভর করে,কেউ আদায় করে নিতে না পারে। আর যারা গুজবে কান দিয়ে নিজেদের পুঁজি নষ্ট করবে,তাদের এই বাজারে থাকার কোন অধিকার নাই। কারণ নিয়ন্ত্রক সংস্থা প্রধান জানিয়েছেন এই মুহূর্তে ফ্লোর প্রাইস তুলে দেয়ার কোন সম্ভাবনা নাই।”

 

 

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *