জলবায়ু ও পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গকে আটক করেছে সুইজারল্যান্ড পুলিশ। ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশ নেওয়ায় তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।
শনিবার সুইজারল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় শহর মালমোতে ইউরোভিশন ফাইনালের ভেন্যুর কাছ থেকে গ্রেফতার করা হয়।
এতে জানানো হয়, গ্রেটা থুনবার্গ ইউরোভিশন প্রতিযোগিতায় ইসরাইলের অংশগ্রহণের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছিলেন। এ সময় তাকে গ্রেফতার করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, থুনবার্গ সাদা-কালো রঙের ঐতিহ্যবাহী ফিলিস্তিনি স্কার্ফ কেফিয়্যাহ পরিহিত ছিলেন।
ইউক্রেনে হামলার কারণে রাশিয়া ইউরোভিশন প্রতিযোগিতায় নিষিদ্ধ হয়েছিল। কিন্ত গাজায় গণহত্যায় অভিযুক্ত ইসরাইলের একজন প্রতিযোগীকে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার প্রতিবাদে ক্ষুব্ধ লোকজন মালমো শহরে ওই বিক্ষোভে অংশ নিয়েছিল বলে জানা গেছে।
এ সময় বেশ কয়েকজন বিক্ষোভকারী হঠাৎ ইউরোভিশন ফাইনালের ভেন্যুর বাইরে ফিলিস্তিনের পতাকা নিয়ে বিক্ষোভ শুরু করলে পুলিশ তাদেরকে গ্রেফতার করে এবং জোর করে সরিয়ে দেয়।
চলতি সপ্তাহের শুরুতে ইউরোভিশনের সেমিফাইনালের আগে মালমো শহরে ১০ হাজারের বেশি লোক ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করেছিলেন।