ফিলিপাইনে পোশাক কারখানা হিসেবে ব্যবহৃত একটি বাড়িতে অগ্নিকাণ্ডে তিন বছরের শিশুসহ ১৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ম্যানিলার একটি দোতলা ভবনে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় ফায়ার মার্শাল সিনিয়র সুপারিনটেনডেন্ট অ্যারিস্টটল বানাগা জানিয়েছেন, ম্যানিলার দোতলা ভবনে ভোর ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় মেয়র জয় বেলমন্টে জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় শহরতলির বাড়িটির ভিতরে ১৮ জন লোক ছিল। অগ্নিকাণ্ডে বাড়ির মালিকেরও মৃত্য হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এখনও তদন্তাধীন।
তিনি জানান, ভবনটিতে জুতা ও ব্যাগের ব্যবসার জন্য অনুমতি ছিল। কিন্তু সেখানে এর পরিবর্তে টি-শার্ট তৈরি এবং প্রিন্ট করা হতো।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, আবাসিক এলাকায় কাঠ ও কংক্রিটের তৈরি ভবনটিকে আগুনের শিখা গ্রাস করছে।