এপ্রিল ২৫, ২০২৪

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন বলেছেন, চী‌নের পক্ষ থে‌কে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌কে আগামী সে‌প্টেম্ব‌রে বেই‌জিং সফ‌রের আমন্ত্রণ জানা‌নো হ‌য়ে‌ছে। ত‌বে ওই সম‌য়ে জাতিসংঘের অধিবেশনে যোগ দি‌তে নিউইয়র্ক যা‌ওয়ার শি‌ডিউল থাকায় সরকারপ্রধান চলতি বছরই বেই‌জিং যাবেন কি না, সে বিষয়ে নিশ্চয়তা নেই।

সোমবার (২৯ মে) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিক‌দের স‌ঙ্গে আলাপকা‌লে এ কথা ব‌লেন

রোববার (২৮ মে) চী‌নের ভাইস মি‌নিস্টার সান ওয়েইডংয়ের স‌ঙ্গে বৈঠক ক‌রেন মন্ত্রী। ভাইস মি‌নিস্টার প্রধানমন্ত্রী‌কে চীন সফ‌রের আমন্ত্রণ জা‌নি‌য়ে‌ছেন কি না, জান‌তে চাই‌লে মো‌মেন জানান, ওনারা দাওয়াত দি‌য়ে‌ছেন। কিন্তু সেপ্টেম্বরে জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার কারণে বেইজিংয়ের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর চলতি বছরই চীন সফরে যাওয়ার নিশ্চয়তা নেই।

চী‌নের ভাইস মি‌নিস্টা‌রের স‌ঙ্গে গ্লোবাল ডেভেলপমেন্ট উদ্যোগ (জিডিআই) নি‌য়ে কো‌নো আলোচনা হয়‌নি ব‌লেও জানান মো‌মেন।

রো‌হিঙ্গা প্রত্যাবাসন নি‌য়ে এক প্রশ্নের জবা‌বে পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের আন্তরিকতার ঘাটতি র‌য়ে‌ছে।
প্রত্যাবাসন নি‌য়ে চীন কাজ কর‌ছে, তারা প্রচেষ্টা অব্যাহত রে‌খে‌ছে। আমরা তো চাই ভালোভাবেই প্রত্যাবাসন শুরু হোক।

এখনই রো‌হিঙ্গা‌দের প্রত্যাবাসনে অনুকূল প‌রি‌স্থি‌তি নেই ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন চরম দারিদ্র্য ও মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ওলিভিয়ার ডি শ্যুটার। তার এই মন্ত‌ব্যে মন্ত্রীর দৃ‌ষ্টি আকর্ষণ করা হ‌লে পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, যারা ব‌লে প্রত্যাবাস‌নে সহায়ক প‌রি‌বেশ নেই, তা‌দের ব‌লেন রো‌হিঙ্গা‌দের নি‌য়ে যে‌তে। তারা বড় বড় কথা ব‌লে। যুক্তরাষ্ট্রও ক‌য়েকজন রো‌হিঙ্গা‌কে আশ্রয় দি‌য়ে‌ছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *