দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া ৩৯৩ প্রতিষ্ঠানের মধ্যে ৭৫টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (২১ এপ্রিল) ডিএসইতে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৫ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে গোল্ডেন সন লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ৭০ পয়সা বা ৮ দশমিক ০৯ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা শাশা ডেনিমসের শেয়ারদর বেড়েছে ১ টাকা ৫০ পয়সা বা ৬ দশমিক ৭৮ শতাংশ।
রবিবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- রবি, ফার্মা এইডস, স্যালভো ক্যামিকেল, পূবালী ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, দেশবন্ধু পলিমার এবং কোহিনূর ক্যামিকেল কোম্পানি লিমিটেড।