শাহবাগ থানার সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে সাবেক বিডিআর সদস্য এবং নিহত বিডিআর সদস্যদের পরিবারের স্বজনেরা শাহবাগ মোড় অবরোধ করেছেন। আজ বৃহস্পতিবার সকাল থেকে তারা শহীদ মিনারে অবস্থান করে বিক্ষোভ করেন। পরে তারা শাহবাগের দিকে আসতে থাকেন।
তাদের দাবির মধ্যে রয়েছে পিলখানা হত্যাকাণ্ডের জেলবন্দিদের মুক্তি, মিথ্যা মামলা বাতিল, চাকরিচ্যুতদের চাকুরিতে পুনঃবহাল করতে হবে।
তাদের দাবি, বিগত সরকারের 'নীল নকশা'য় পরিকল্পিতভাবে বিডিআর সদস্যদের ফাঁসানো হয়েছে। একই সাথে তারা পিলখানা হত্যা মামলায় পুনঃতদন্তের দাবি জানিয়েছেন।
এছাড়াও ক্ষতিপূরণ দাবি এবং ২৫ ফেব্রুয়ারি সেনাহত্যা দিবস হিসেবে পালনের দাবিও জানান তারা।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে তারা মানবেতর জীবনযাপন করছেন। চারপাশের মানুষজনের কাছে তারা নিগৃহীত হয়েছেন।
তাদের দাবি না মানা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলমান থাকবে বলেও জানান তারা।