চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে প্যানেল গোছাতে ব্যস্ত সময় পার করছে বর্তমান এবং সাবেক শিল্পী নেতারা।
এবারের আসন্ন নির্বাচনে অংশ নেবেন না বতর্মান সভাপতি ইলিয়াস কাঞ্চন। তাই তার প্যানেলের সাধারণ সম্পাদক নিপুণ আক্তার খুঁজছেন নতুন সভাপতি। নিপুণের প্যানেলে সভাপতি প্রার্থী কে হচ্ছেন? এটি নিয়ে জোর আলোচনা চলছে সিনেমাপাড়ায়।
আরও পড়ুন: প্লিজ, বাবার জন্য দোয়া করবেন: নুসরাত ফারিয়া
কখনো শুনা যাচ্ছে শাকিব খানের নাম। আবার কখনো বলা হচ্ছে অনন্ত মৌসুমী। সব শেষ নাম উঠেছে আরশাদ আদনানের। আসলে কি তিনি শিল্পী সমিতির নির্বাচন করবেন?
এ নিয়ে গণমাধ্যমে জবাব দিয়েছে ‘প্রিয়তমা’ সিনেমার প্রযোজক আরশাদ আদনান।
প্রিয়তমা’ সিনেমা বানিয়ে প্রযোজক আরশাদ আদনান বলেছেন, আমি কোনো শিল্পী সমিতির নির্বাচন করব না। সমিতির কোনো পদে যাওয়ার ইচ্ছা নেই। আমি মুক্তভাবে কাজ করতে পছন্দ করি। চলচিত্রের জন্য কাজ করতে পছন্দ করি। কাজ করতে গেলে সমিতিতে থাকা দরকার বলে মনে করি না। যাদের কোনো কাজ নেই, তারা এ সমিতিগুলোতে থাকে। কাজ করার মানুষ সমিতিতে বসে আড্ডা মারে না।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হন ইলিয়াস কাঞ্চন।