সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকা বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে ২৬২ রেটিং পয়েন্ট নিয়ে দুই ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা দ্বাদশ স্থানে উঠে এসেছেন।
সবশেষ ৯ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন নাহিদা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১৯ রানের রেকর্ড জয়ে ৩ উইকেট নিয়ে বড় অবদান রাখেন তিনি।
৪৮৪ রেটিং পয়েন্ট নিয়ে সেরা বিশে আছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন। ৩২৭ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে ৫৬ নম্বরে আছেন রায়েব খান ও ফাহিমা খাতুন। ৩২১ পয়েন্ট নিয়ে তাদের পরেই সুলতানা খাতুন।
নিজের সেরা ২৬৩ রেটিং পয়েন্ট নিয়ে ৬৯ নম্বরে আছেন পেসার মারুফা আক্তার। বাটসম্যানদের র্যাংকিংয়ে ২৩ ধাপ এগিয়ে ৫২ নম্বরে আছেন মুর্শিদা খাতুন। তার রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৩৫৪। সেরা ২০ শে ফারজানা হক। ক্যারিয়ার সেরা ৫৭৭ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন ১৫ নম্বরে।
ক্যারিয়ার সেরা ৫০৯ রেটিং পয়েন্ট নিয়ে ২৭ নম্বরে আছেন অধিনায়ক নিগার সুলতানা। ক্যারিয়ার সেরা ২৮৯ রেটিং পয়েন্ট নিয়ে ৬৮ নম্বরে আছেন ওপেনার শামিমা সুলতানা।