প্রথম টেস্টে দারুণ জয় পাওয়া দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মুখ থুবড়ে পড়লো। আজ বুধবার (০৩ জানুয়ারি) কেপ টাউনে টস জিতে ব্যাট করতে নেমে ২৩.২ ওভারে মাত্র ৫৫ রানে অলআউট হয়েছে তারা। যা তাদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে অষ্টম সর্বনিম্ন দলীয় সংগ্রহ।
অবশ্য তাদের মাত্র ৩০ রানে অলআউট হওয়ার দুটি রেকর্ড রয়েছে। তার একটি ১৮৯৬ ও অন্যটি ১৯২৪ সালে। দুইবারই প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড।
আজ প্রোটিয়া ব্যাটসম্যানদের মধ্যে মাত্র দুজন দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে কাইল ভেরেনি ১ চারে ১৫ ও ডেভিড বেডিংহ্যাম ২ চারে করেন ১২ রান। বাকি ৯ ব্যাটসম্যানের রান ছিল ২,৪,২,৩,০,৩,৫,৪ ও ০।
বল হাতে মোহাম্মদ সিরাজ আগুন ঝরান। তিনি ৯ ওভার বল করে ৩ মেডেনসহ ১৫ রান দিয়ে ৬টি উইকেট নেন। জাসপ্রিত বুমরাহ ৮ ওভারে ১ মেডেনসহ ২৫ রান দিয়ে নেন ২টি উইকেট। আর মুকেশ কুমার ২.২ ওভার বল করে কোনো রান না দিয়ে নেন ২টি উইকেট।
উইকেট পতন:
১-৫ (এইডেন মার্করাম, ৩.২ ওভার),
২-৮ (ডিন এলগার, ৫.৩ ওভার),
৩-১১ (ট্রিস্টান স্টাবস, ৮.৩ ওভার),
৪-১৫ (টনি ডি জর্জি, ৯.২ ওভার),
৫-৩৪ (ডেভিড বেডিংহ্যাম, ১৫.২ ওভার),
৬-৩৪ (মার্কো জানসেন, ১৫.৫ ওভার),
৭-৪৫ (কাইল ভেরেনি, ১৭.৫ ওভার),
৮-৪৬ (কেশব মহারাজ, ১৯.৬ ওভার),
৯-৫৫ (নান্দ্রে বার্জার, ২২.৬ ওভার),
১০-৫৫ (কাগিসু রাবাদা, ২৩.২ ওভার)।