আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে লক্ষ্মীপুর-১ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার কমিশনের পক্ষে থেকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই প্রথম আচরণবিধি লঙ্ঘনের দায়ে কারো প্রার্থিতা বাতিল করা হলো।
যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান পবন নৌকার মনোনয়ন না পেয়ে ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হন।
গত শনিবার লক্ষ্মীপুরের ডিসি ও এসপিকে তিন দিনের মধ্যে বদলি করার হুমকি দেন পবন।
ওইদিনই তার বিরুদ্ধে ফোনে হুমকি ও গালিগালাজ করার অভিযোগ আনেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া জাহান।
সুষ্ঠু ভোট না হলে রাষ্ট্র ব্যর্থ হবে: ইসি আনিছুরসুষ্ঠু ভোট না হলে রাষ্ট্র ব্যর্থ হবে: ইসি আনিছুর
অভিযোগ পেয়ে নির্বাচন কমিশন থেকে তলব করা হয় পবনকে। সোমবার তার আত্মপক্ষ সমর্থনের বক্তব্য শুনে ইসি।
শুনানির পর মঙ্গলবার হাবিবুর রহমান পবনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন।