দৈনিক মজুরি ভিত্তিক ও স্কেলভুক্ত পরিচ্ছন্নতাকর্মীদের তথ্য ভাণ্ডারের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)র ৬২ জন পরিচ্ছন্নতাকর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে।
আজ শুক্রবার (১৮ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসির সচিব আকরামুজ্জামান একটি দপ্তর আদেশ জারি করে বিষয়টি কার্যকর করেছেন।
সচিব আকরামুজ্জামান উল্লেখ করেন, চাকরিতে সংশ্লিষ্টদের সঙ্গে অসদাচরণ করাসহ তদন্তকালে কোনো কোনো পরিচ্ছন্নতাকর্মী উপস্থিত ছিলেন না। এছাড়া কারও কারও চাকরি গেছে অসুস্থতাজনিত কারণে অক্ষমতা এবং তদন্তে মিথ্যা তথ্য দেওয়ায়। সবমিলিয়ে ৬২ জন পরিচ্ছন্নতাকর্মীর কর্মাবসান করা হয়েছে।