স্কটল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে উঠেছে বাংলাদেশ। মালয়েশিয়ার বাঙ্গিতে সুমাইয়া আক্তারের দল স্কটল্যান্ডকে ১২২ রানের লক্ষ্য দিয়ে জিতেছে ১৮ রানে। সুপার সিক্সে বাংলাদেশের মেয়েরা খেলবে ১ নম্বর গ্রুপে। সেখানে খেলতে হবে দুটি ম্যাচ। সেই পর্ব পেরোতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত হবে।
এদিকে, আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো ছিল না। স্কোরবোর্ডে কোনো রান না তুলতেই হারায় সুমাইয়া আক্তার সুবর্ণাকে। এরপর ওপেনার ফাহমিদা ছোঁয়ার সঙ্গে ২৬ রানের জুটি গড়েন উইকেটকিপার ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস।
ব্যক্তিগত ১৪ রানে ফাহমিদা রানআউট হলে সে জুটি ভাঙে। জুয়াইরিয়াও আউট হন ২০ রান করে। ছন্দে থাকা সাদিয়া ইসলাম রান পাননি, আউট হন ৬ রান করে। একপর্যায়ে ৫০ রানেই ৫ উইকেট হারায় মেয়েরা। সেখান থেকে বাংলাদেশের অধিনায়ক সুমাইয়া ও আফিয়া আশিমা গড়েন ৩৮ রানের জুটি। আফিয়া করেন ১৯ বলে ২১। অধিনায়ক সুমাইয়া ৩৬ বলে ২৯ রানে ছিলেন অপরাজিত।
দ্বিতীয় ম্যাচ জিতে সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখল বাংলাদেশের মেয়েরা ১২২ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে প্রথম ৪ ওভারে বিনা উইকেটে ১৯ রান তুলে স্কটল্যান্ড। তবে ইনিংসের পঞ্চম ওভারে স্কটল্যান্ড হারায় ২ উইকেট। ওপেনার ইমা ওয়ালসিংহামকে আউট করেন আনিসা আক্তার, পিপা কেলি হন রানআউট।
সেখান থেকে দলকে টেনে তোলেন পিপা স্প্রাউল ও নিয়াম মুইর, গড়েন ৫০ রানের জুটি। হাবিবা ইসলামের বলে নিয়াম যখন ২২ রানে ফেরেন, তখন স্কটল্যান্ডের প্রয়োজন ছিল ৩২ বলে ৫৩ রান। এই জুটি ভাঙার পর আর সেই সমীকরণ মেলানোর কোনো সম্ভাবনাই তৈরি হয়নি। স্কটিশ নারীরা থেমে যায় ২০ ওভারে ৮ উইকেটে ১০৩ রানে। বাংলাদেশের লেগ স্পিনার আনিসা আক্তার নিয়েছেন ২৫ রানে ৪ উইকেট।
নেপালকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। যদিও অস্ট্রেলিয়ার কাছে ২ উইকেটে হেরে যায় তারা। স্কটল্যান্ডকে হারিয়ে আবার জয়ের পথে ফিরল দলটি।