এপ্রিল ২৫, ২০২৪

আন্তর্জাতিক বাজারে তেলের দরপতন অব্যাহত আছে। শুক্রবারও (১৭ মার্চ) জ্বালানি পণ্যটির দাম ব্যাপক কমেছে। গত ১৫ মাসের মধ্যে যা সবচেয়ে কম। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে অস্থিরতা বিরাজ করছে। তাতে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার ঝুঁকি সৃষ্টি হয়েছে। ফলে তেলের মূল্য হ্রাস পেয়েছে।

এদিন আন্তর্জাতিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টের দাম কমেছে ১ ডলার ৫৯ সেন্ট বা ২ দশমিক ১ শতাংশ। প্রতি ব্যারেলের দর স্থির হয়েছে ৭৩ ডলার ১১ সেন্টে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) মূল্য নিম্নমুখী হয়েছে ১ ডলার ৪৩ সেন্ট বা ১ দশমিক ১ শতাংশ। ব্যারেলপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ৬৬ ডলার ৯২ সেন্টে।

এ নিয়ে টানা ৪ দিন উভয় বেঞ্চমার্কের দর পড়লো। ২০২১ সালের ডিসেম্বরের পর তেলের দাম এত কমেনি।

নিউ ইয়র্কের এগেইন ক্যাপিটালের অংশীদার জন কিল্ডাফ বলেন, তেলের দাম কমছেই। এতে স্পষ্ট স্বর্ণ ও ডলারের মতো নিরাপদ আশ্রয় নয় জ্বালানি পণ্যটি।

গত সপ্তাহে হঠাৎ বন্ধ হয়ে যায় যুক্তরাষ্ট্রের মাঝারি আকারের সিলিকন ভ্যালি ব্যাংক ও সিগনেচার ব্যাংক। পরে সুইজারল্যান্ডের ক্রেডিট সুইস ব্যাংকে ধস নামার শঙ্কা তৈরি হয়।

সেই রেশ না কাটতেই মার্কিন আঞ্চলিক ছোট আকারের ফার্স্ট রিপাবলিক ব্যাংকে নাজুক পরিস্থিতি সৃষ্টি হয়। এতে বিশ্বব্যাপী আর্থিক খাতে সংকট দেখা দেয়। বিশ্বজুড়ে শেয়ারবাজারে ধস নামে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *