সাউথ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে শহরের কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকার একটি ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে আহত হয়েছেন অন্তত ৪৩ জন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিবিসি জানিয়েছে, এই ঘটনায় ৪০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জোহানেসবার্গ কর্তৃপক্ষ বলছে, শহরের কেন্দ্রস্থলে পাঁচতলা ভবনটিতে কী কারণে আগুন লেগেছে তা স্পষ্ট নয়।
জরুরী পরিষেবার একজন মুখপাত্র রবার্ট মুলাউদজি বলেছেন, দমকলকর্মীরা কিছু বাসিন্দাকে বের করে আনতে সক্ষম হয়েছেন। তিনি বলেন, আগুনে ভবনটি পুড়ে গেছে এবং আটক পড়াদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে।