যুদ্ধবিধ্বস্ত গাজার জন্য ৬ কোটি ৫০ লাখ ডলার মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জাপান। জাপানের এ সহায়তা বেসামরিক নাগরিকদের কল্যাণে ব্যয় করা হবে।
শনিবার (৪ নভেম্বর) টোকিওতে এক সংবাদ সম্মেলনে এ সহায়তা দেওয়ার ঘোষণা দেন জাপানের অর্থমন্ত্রী ইয়োকো কামিকাওয়া।
সংবাদ সম্মেলনে সহায়তার ঘোষণা দেওয়া ছাড়াও ইসরায়েল ও ফিলিস্তিনের শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর জোর দেন জাপানি অর্থমন্ত্রী।
তিনি বলেন, আমরা ফিলিস্তিনকে মানবিক সহায়তা হিসেবে ৬ কোটি ৫০ লাখ ডলার দিচ্ছি ও এই টাকা গাজার যুদ্ধবিধ্বস্ত গাজার বেসামরিক লোকজনের কল্যাণে ব্যয় হবে।
তিনি আরও বলেন, জাপান মনে করে ইসরায়েল ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা সম্ভব বলে মনে করে। এ দুটি দেশ যদি পরস্পরের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে না থাকতে পারে, তাহলে মধ্যপ্রাচ্য থেকে সন্ত্রাসবাদ নির্মূল সম্ভব নয়।
এদিকে, জাপানে চলতি মাসেই বিশ্বের সাত শিল্পোন্নত দেশের জোট জি-৭ সম্মেলন হওয়ার কথা রয়েছে। সেই সম্মেলনে হামাস-ইসরায়েল যুদ্ধ আলোচনার অন্যতম ইস্যু হিসেবে থাকবে বলে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন।
এর আগে গত ১৭ অক্টোবর গাজার বেসামরিকদের জন্য ১ কোটি ডলার মানবিক সহায়তা পাঠিয়েছিল জাপান।
প্রায় এক মাসের যুদ্ধে হামাসের হামলায় নিহত হয়েছেন ১ হাজার ৪০০ জনেরও বেশি ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। অন্যদিকে, ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা পৌঁছেছে ৯ হাজার ৬১ জনে। এই নিহতদের অধিকাংশই শিশু-নারী ও বেসামরিক লোকজন।