আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক এমপি সাকিব আল হাসানসহ চারজনের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত এ আদেশ দেন।
এই আদেশের ফলে সাকিবসহ আসামিদেরকে আদালতে উপস্থিত হতে হবে। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন।
শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের মাটিতে আর পা রাখেননি সাকিব আল হাসান। জুলাই অভ্যুত্থানে দায়ের করা একটি হত্যা মামলায় আসামি করা হয় যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাকিব আল হাসানকেও। তার বিরুদ্ধে রয়েছে শেয়ারবাজারে কারসাজির অভিযোগও।
পুঁজিবাজার কারসাজির জন্য বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে আরও দুই বছর আগেই জরিমানা করা উচিত ছিল বলে সম্প্রতি মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও এখনো ওয়ানডে থেকে অবসর নেননি সাকিব আল হাসান। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত এই সংস্করণের খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা ছিল তার। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সম্ভাবনা আর নেই। চ্যাম্পিয়নস ট্রফির আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ যে একটিমাত্র ওয়ানডে সিরিজ খেলছে তাতে সাকিবকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।