বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের এক আদালত।
প্রায় দেড় ঘণ্টা শুনানি শেষে আজ মঙ্গলবার সকাল ১১টা ৫০ মিনিটের দিকে এ রায় দেন আদালত। এসময় আইনজীবীরা আদালতের ভেতর ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করেন।
আদেশের পর আইনজীবী ও ভক্তরা তার মুক্তির দাবিতে স্লোগান দিয়ে আদালত কক্ষের বাইরে বিক্ষোভ করেন।
বিষয়টি নিশ্চিত করে আইনজীবী স্বরূপ কান্তি নাথ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আদালত চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন। তবে আদালত তার সামাজিক এবং ধর্মীয় অবস্থান বিবেচনা করে তার জন্য ডিভিশন মঞ্জুর করেছেন।'
'চিন্ময় কৃষ্ণ দাস যাতে কারাগারের ভেতর ধর্মীয় রীতি মেনে খাবার খেতে পারেন, আদালত সে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন', বলেন তিনি।
গতকাল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।