প্রায় ১ বছর পর শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ফেরেন সাকিব আল হাসান। তবে প্রত্যাবর্তনের টেস্টে আশানুরূপ পারফরম্যান্স হয়নি তার।
দুই ইনিংসে ব্যাট করে ৫১ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেন ৪ উইকেট। বিশ্বসেরা একজন অলরাউন্ডারের কাছ থেকে পাওয়া এমন পারফরম্যান্সের পরও তার ভূঁয়সী প্রশংসা করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আজ চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘তিনি অনেক দিন খেলার পর মনেই হয়নি যে তার বয়স ৩৭ বছর। প্রায় ১ বছর পরে খেলছেন। যতটুকু মনে পড়ে, প্রথম ইনিংসে ৩৭ ওভার বোলিং করেছেন। ৩টা উইকেটও নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংটা যেভাবে করলেন। যতটুকু আশা করেছিলাম, সেটার চেয়ে বেশি পেয়েছি তার কাছ থেকে।’
টেস্ট ক্যারিয়ারে এ নিয়ে ৬৭তম ম্যাচ খেলেছেন সাকিব। চট্টগ্রাম টেস্টে যে একাদশ নিয়ে বাংলাদেশ খেলে, সেখানে সাকিবের ম্যাচ সংখ্যাই বেশি। সাকিবের মতো অভিজ্ঞ খেলোয়াড় থাকলে দলের উপকার হয় বলে মনে করেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘টেস্ট ক্রিকেটে এমন অভিজ্ঞ প্লেয়ার থাকলে অবশ্যই অনেক উপকার হয়। মাঠে প্রত্যেক খেলোয়াড়কে ফিডব্যাকও দিয়েছেন। আমাদের অনেক উপকার হয়েছে।’
শান্ত আরও বলেন, ‘সাকিব ভাইয়ের টেস্ট খেলার ব্যাপারে আমরা আগে থেকেই জানতাম যে তিনি দ্বিতীয় টেস্টে খেলবেন। হ্যাঁ, অবশ্যই আগে থেকে জানতে পারলে ভালো হবে দলের জন্য। আমি আশা করব যে আগে থেকেই জানতে পারব। তখন স্পষ্ট পরিকল্পনা থাকে।’