মার্চ ২৯, ২০২৪

প্রতি বছরের জানুয়ারিতে দেওয়া হয় বিশ্ব চলচ্চিত্র ও টেলিভিশনের অন্যতম সম্মানজনক পুরস্কার ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস’। সেই ১৯৪৪ সাল থেকে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন পুরস্কারটির আয়োজন করে আসছে। বুধবার (১১ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলটনে ৮০তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস আসরে বসেছিল তারার মেলা। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন আমেরিকান কমেডিয়ান জেরড কারমাইকেল।

এবারের আসরে বিখ্যাত হলিউড চলচ্চিত্র নির্মাতা স্টিভেন স্পিলবার্গের ‘দ্য ফেবেলম্যানস’ এবং মার্টিন ম্যাকডোনা পরিচালিত ডার্ক কমেডি সিনেমা ‘দ্য বানশিজ অব ইনিশেরিন’ দুটি আলাদা শাখায় সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। প্রথমবারের মতো সেরা মৌলিক গানে গোল্ডেন গ্লোব জিতেছে এস এস রাজামৌলি পরিচালিত ভারতীয় সিনেমা ‘আরআরআর’।

এক নজরে দেখে নেওয়া যাক বিজয়ীদের তালিকা

সেরা চলচ্চিত্র (ড্রামা): দ্য ফেবেলম্যানস

সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল অথবা কমেডি): দ্য বানশিজ অব ইনিশেরিন

সেরা অভিনেতা (ড্রামা): অস্টিন বাটলার (এলভিস)

সেরা অভিনেত্রী (ড্রামা): কেট ব্ল্যানচেট (টার)

সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি): কলিন ফারেল (দ্য বানশিজ অব ইনিশেরিন)

সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি): মিশেল ইও (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)।

সেরা পার্শ্ব অভিনেতা: কে হুই কোয়ান (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)

সেরা পার্শ্ব অভিনেত্রী: অ্যাঞ্জেলা ব্যাসেট (ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার)

সেরা পরিচালক: স্টিভেন স্পিলবার্গ (দ্য ফেবেলম্যানস)

সেরা চিত্রনাট্য: মার্টিন ম্যাকডোনা (দ্য বানশিজ অব ইনিশেরিন)

সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র: গুইয়ের্মো দেল তোরো’স পিনোকিও (নেটফ্লিক্স)

সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র: আর্জেন্টিনা নাইনটিন এইটি ফাইভ (আর্জেন্টিনা)

সেরা মৌলিক সুর: ব্যাবিলন (জাস্টিন হারউইৎজ)

সেরা মৌলিক গান: নাটু নাটু (আরআরআর)

সেরা টিভি সিরিজ (ড্রামা): হাউস অব দ্য ড্রাগন (এইচবিও)

সেরা অভিনেতা (ড্রামা সিরিজ): কেভিন কস্টনার (ইয়েলোস্টোন)

সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ): জেন্ডায়া (ইউফোরিয়া)

সেরা টিভি সিরিজ (মিউজিক্যাল অথবা কমেডি): অ্যাবট এলিমেন্টারি (এবিসি)

সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি): জেরেমি অ্যালেন হোয়াইট (দ্য বিয়ার)

সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি): কিন্টা ব্রানসন (অ্যাবট এলিমেন্টারি)

সেরা লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি: দ্য হোয়াইট লোটাস (এইচবিও)

সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি): ইভান পিটারস (ডামার-মনস্টার: দ্য জেফ্রি ডামার স্টোরি)

সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি): আমান্ডা সেফ্রিড (দ্য ড্রপআউট)

সেরা পার্শ্ব অভিনেতা (মিউজিক্যাল, কমেডি অথবা ড্রামা টিভি সিরিজ): টাইলার জেমস উইলিয়ামস (অ্যাবট এলিমেন্টারি)

সেরা পার্শ্ব অভিনেত্রী (মিউজিক্যাল, কমেডি অথবা ড্রামা টিভি সিরিজ): জুলিয়া গার্নার (ওজার্ক)

সেরা পার্শ্ব অভিনেতা (সিরিজ, লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি): পল ওয়াল্টার হাউজার (ব্ল্যাক বার্ড)

সেরা পার্শ্ব অভিনেত্রী (সিরিজ, লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি): জেনিফার কুলিজ (দ্য হোয়াইট লোটাস)

সেসিল বি ডিমিল অ্যাওয়ার্ড: এডি মারফি

ক্যারল বারনেট অ্যাওয়ার্ড: রায়ান মারফি

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *