পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। এতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। একইসঙ্গে যাত্রীর তুলনায় সড়কে গণপরিবহন সংকট থাকায় মানুষ পায়ে হেটে গন্তব্যে যাচ্ছেন।
মঙ্গলবার (২৭ জুন) সন্ধ্যা ৬টার দিকে নাওজোর হাইওয়ে পুলিশের ওসি আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুপুরের পর অনেক শিল্প কারখানা ছুটি হয়েছে। এতে যাত্রীদের চাপে কিছু যায়গায় যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে।’
সরেজমিনে দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী থেকে চন্দ্রা পল্লিবিদ্যুৎ পর্যন্ত তীব্র যানজট রয়েছে। অপরদিকে, চন্দ্রা আশুলিয়া রোডেও একই অবস্থা। এছাড়া, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী, বোর্ডবাজার হয়ে চান্দনা চৌরাস্তা হয়ে সালনা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে।
মামুন হোসেন নামের এক কারখানা শ্রমিক বলেন, ‘দুপুর ২ টায় কারখানা ছুটি হয়েছে৷ এরপর বাসা থেকে বের হয়েছি৷ মহাসড়ক যানজট থাকায় হেঁটে চন্দ্রা রওনা হয়েছি। ওখানে গিয়ে কোনও গাড়ি পেলে সেটায় উঠে বাড়ি যাব।’