দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের একটি কবরস্থানে বুধবার একটি গণকবরে বেশ কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ দাফন করা হয়েছে। নীল টারপলিনে মোড়ানো লাশগুলোকে স্ট্রেচারে করে নামানো হয়। লাশগুলো বালুকাময় গর্তে ধীরে ধীরে দাফন করা হয়। কিছু কবর শিশুদের জন্যও খনন করা হয়েছে। খবর এএফপি’র।
ধর্ম মন্ত্রণালয়ের জরুরি কমিটির বাসেম দাবাবেশ এএফপি’কে জানান, ‘এই শহীদদের বিদায় জানানোর মতো কেউ নেই। তাই আমরা তাদের কবর দেওয়ার জন্য একটি গণকবর খনন করেছি। তারা অজানা শহীদ।’
কবরস্থানের কমিটির সদস্যদের মতে উত্তর গাজা উপত্যকার ইন্দোনেশিয়া ও আল-শিফার হাসপাতালগুলো থেকে এসব বিপূল সংখ্যক দেহাবশেষ বয়ে আনা হয়।
হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন,জাবালিয়া শরণার্থী শিবিরের প্রান্তে অবস্থিত ইসরায়েলি বিমান হামলার শিকার ইন্দোনেশিয়া হাসপাতালটি সোমবার আংশিক খালি করা হয়েছে। খবর বাসস।