রাষ্ট্রদ্রোহের অভিযোগসহ ১১টি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে।আগামী ১৩ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আছাদুজ্জামান এ দিন ধার্য করেন।
এদিন খালেদা জিয়ার আদালতে হাজিরার কথা থাকলেও, অসুস্থতার কারণে অনুপস্থিত ছিলেন। আদালতে তার আইনজীবীরা আবারও সময় আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে ২০১৬ সালের ২৫ জানুয়ারি আদালতে রাষ্ট্রদ্রোহের মামলা হয় খালেদা জিয়ার বিরুদ্ধে। আর ২০১৫ সালে রাজধানীর বিভিন্ন থানায় হুকুমের আসামি হিসেবে বেগম জিয়ার বিরুদ্ধে নাশকতার মামলাগুলো দায়ের করা হয়।