অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেছেন, কর ফাঁকি দিলে পরবর্তী প্রজন্মকে এটার জন্য ভুগতে হবে। তবে সরকারকে কর আদায়ের পাশাপাশি সরকারি সেবা উন্নত করতে হবে বলেও জানান তিনি।
আজ (১০ ডিসেম্বর) মঙ্গলবার জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ডে তথা এনবিআরের আলোচনায় অর্থ উপদেষ্টা একথা বলেন। আজ ‘ভ্যাট দিব জনে জনে, অংশ নিব উন্নয়নে’ প্রতিপাদ্য সামনে রেখে ঢাকাসহ সব বিভাগীয় শহর ও কমিশনারেট কার্যালয়ে উদযাপন হচ্ছে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ।
অর্থ উপদেষ্টা বলেছেন, কর ফাঁকি সাধারণ বিষয় মনে হলেও সার্বিকভাবে এর নেতিবাচক প্রভাব পড়ে। অনেক ব্যবসায়ী কর মওকুফের অনুরোধ করেন। ভ্যাটের টাকা বাঁচাতে গিয়ে অনেক সময় টেবিলের নিচে অনেক অর্থ দিতে হয়। এমন হলে বহির্বিশ্বের সাথে প্রতিযোগিতা করতে পারবে না বাংলাদেশ।
তিনি বলেন, প্রত্যেক নাগরিকের ট্যাক্স দেয়া উচিত সামর্থ অনুযায়ী। ভ্যাট বা ট্যাক্স না দিলে অনেক সামাজিক সুবিধা থেকে বঞ্চিত হন নাগরিকরা। ক্রেতা, বিক্রেতারা বেনিফিটের জন্য এটা করেন অনেক সময়। ট্যাক্স ফাঁকি সাধারণ জিনিস মনে হলেও, সার্বিকভাবে এর প্রভাব পড়ে।
কর আদায়ে এনবিআর কর্মকর্তাদেরও আরো আন্তরিক হওয়ার আহ্বান জানান অর্থ উপদেষ্টা।