চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনে দুর্দান্ত বোলিং করেছে বাংলাদেশ ক্রিকেট দল। হাসান মাহমুদ ও খালিদ আহদেদের তোপের মুখে পড়ে তৃতীয় দিনের শেষ সেশনে ৮৯ রানে ৬ উইকেট হারায় শ্রীলংকা।
১১ ওভারে ১১ রানে ৪ উইকেট নেন হাসান মাহমুদ। ৯ ওভারে ২৯ রানে ২ উইকেট নেন খালেদ আহমেদ।
তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে শ্রীলংকার সংগ্রহ ১০২ রান। প্রথম ইনিংসে ৩৫৩ রানের লিড পাওয়ায় শ্রীলংকার মোট লিড হলো ৪৫৫ রান।
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে কামিন্দু মেন্ডিস, কুশাল মেন্ডিস, দিমুথ করুনারত্নে, ধনাঞ্জয়া ডি সিলভা, দিনেশ চান্দিমাল ও নিশান মাদুশঙ্কার ফিফটিতে ভর করে ( ৯২*, ৯৩, ৮৬, ৭০, ৫৯ ও ৫৭) প্রথম ইনিংসে ৫৩১ রানের পাহাড় গড়ে শ্রীলংকা। বাংলাদেশের হয়ে ৩ আর ২টি করে উইকেট নেন সাকিব আল হাসান ও হাসান মাহমুদ।
জবাবে ব্যাটিংয়ে নেমে আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা ও পারাবাথ জায়াসুরিয়ার তোপের মুখে পড়ে ১৭৮ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের জয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন ওপেনার জাকির হাসান।