এপ্রিল ২৬, ২০২৪

ততক্ষণে রেফারির ম্যাচ শেষের বাঁশি বেজে গেছে। কোচ ও বেঞ্চের খেলোয়াড়রা মাঠে দৌড়ে যান। শুরু হয় বার্সেলোনার শিরোপা উৎসব। তবে আল্ট্রা এস্পানিওল বা উগ্রপন্থী সমর্থকদের তোপের মুখে শিরোপা উৎসবে ক্ষান্তি দিয়ে একপ্রকার পালিয়েই মাঠ ছাড়তে হয় লেভানদোভস্কিদের।

রোববার রাতে এস্পানিওলের মাঠে শিরোপার সুবাস নিয়েই মাঠে নেমেছিল বার্সেলোনা। রবার্ট লেভানদোভস্কির জোড়া গোলে এদিন ৪-২ গোলে জিতেছে জাভির শিষ্যরা। আর তাতে তিন মৌসুম পর লা লিগা শিরোপা পুনরুদ্ধার করল কাতালান ক্লাবটি। সেটিও আবার চার ম্যাচ হাতে রেখেই। এটি বার্সেলোনার ২৭তম লিগ শিরোপা। ৩৪ ম্যাচে ২৭ জয় ও ৪ ড্রয়ে তাদের পয়েন্ট ৮৫। অন্যদিকে বার্সেলোনার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে।

অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে ম্যাচের শেষে, রাফিনিয়া-লেভাদের সেলিব্রেশন চলাকালে। মাঝমাঠে বৃত্ত বানিয়ে শিরোপার উল্লাস করছিলেন বার্সা ফুটবলাররা। তখনই চারপাশ থেকে উগ্রপন্থী এস্পানিওল সমর্থকরা ভিড় জমাতে শুরু করেন। পরিস্থিতি আঁচ করতে পেরে উৎসব থামিয়ে দৌড়ে ড্রেসিংরুমের পথ ধরেন ফুটবলাররা।

এরই মধ্যে সমর্থকদের এমন আচরণের নিন্দা জানাচ্ছেন অনেকেই। টুইটারে একজন লিখেছেন, এটা স্রেফ পাগলামি। নিন্দনীয়। এস্পানিওল সমর্থকরা বার্সেলোনার খেলোয়াড় ও কোচিং স্টাফকে আক্রমণ করার চেষ্টা করছে। এটা ভয়াবহ!

প্রতিপক্ষের উগ্রপন্থী সমর্থকদের তোপে উদযাপন থামাতে হলেও নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে আবারো শিরোপা উল্লাস করার সুযোগ পাচ্ছে জাভি হার্নান্দেজের শিষ্যরা। আগামী শনিবার (২০ মে) রিয়াল সোয়েদাদের বিপক্ষে মাঠে নামবে কাতালান ক্লাবটি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *