ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ফজলে নূর তাপস বলেছেন, পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। কয়েক লাখ মুসল্লি ঈদের নামাজ পড়তে আসবেন এই ঈদ গাহে। আজ মঙ্গলবার ঈদগাহের সার্বিক ব্যবস্থাপনা দেখতে এসে ঢাকা দক্ষিণের মেয়র এসব কথা বলেন।
মেয়র এ সময় বলেন, ঈদুল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। এবার ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মূল প্যান্ডেলের বাইরেও যাতে অন্তত ৫০ হাজার মানুষ নামাজ পড়তে পারেন সেই ব্যবস্থাও রাখা হয়েছে।
এদিকে ঈদের দিন জাতীয় ঈদগাহে নিরাপত্তা প্রসঙ্গে মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান জানান, রাজধানীতে পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) কোনো তৎপরতার তথ্য না থাকলেও জাতীয় ঈদগাহের জামাতে সারা দেশের সার্বিক অবস্থা মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহে থাকবে পাঁচ স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।
জাতীয় ঈদগাহ পরিদর্শনে এসে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এম খুরশীদ আলম জানিয়েছেন, জাতীয় ঈদগাহের পাশাপাশি সারা দেশের প্রতিটি ঈদগাহের নিরাপত্তায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাব।
পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখতে আজ মঙ্গলবার সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। এরপরই জানা যাবে বাংলাদেশে কবে ঈদুল ফিতর উদযাপিত হবে।