ইউক্রেনকে নতুন সামরিক সহায়তা প্যাকেজ প্রদানের ঘোষণা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন এই প্যাকেজের মধ্যে বিতর্কিত ও শতাধিক দেশে নিষিদ্ধ ক্লাস্টার বোমা রয়েছে। শুক্রবার সিএনএন এ তথ্য জানিয়েছে।
গত সপ্তাহে সিএনএন প্রথমবারের মতো জানিয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইউক্রেনের হাতে বিতর্কিত অস্ত্র তুলে দেওয়ার বিষয়টি কঠোরভাবে চিন্তাভাবনা করছে। সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন পাল্টা হামলা শুরু করায় বাইডেন প্রশাসন কিয়েভের হাতে এসব অস্ত্র তুলে দেওয়ার কথা ভাবছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে ডিপিআইসিএম নামে পরিচিত ক্লাস্টার বোমার বড় মজুদ রয়েছে। এটি দ্বৈত উদ্দেশ্য পরিচালিত উন্নত প্রচলিত যুদ্ধাস্ত্র। ২০১৬ সালে এর উৎপাদন পর্যায়ক্রমে বন্ধ করার পরে এটি আর ব্যবহার করে না যুক্তরাষ্ট্র।
মার্কিন সেনাবাহিনীর ই-আর্মার ওয়েবসাইটের একটি নিবন্ধ অনুসারে, ওয়াশিংটন কিয়েভকে যেসব ডিপিসিআইএম দেবে সেগুলো ১৫৫ মিলিমিটার কামান থেকে ছোড়া হবে। এই ক্লাস্টারের প্রতিটি ক্যানিস্টারে ৮৮টি বোমা রয়েছে। প্রতিটি বোমার প্রাণঘাতী পরিসীমা প্রায় ১০ বর্গ মিটার। সেই হিসাবে একটি একক ক্যানিস্টার ৩০ হাজার বর্গ মিটার পর্যন্ত একটি এলাকাকে কভার করতে পারে।