মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে সপরিবারে আশীর্বাদ নিতে গিয়েছেন দীপিকা পাড়ুকোন। গণেশ চতুর্থী উপলক্ষে সপরিবারে ‘বাপ্পা’র দর্শন করলেন রণবীর-দীপিকা।
রণবীরের পরনে ছিল ঘিয়ে রঙের পাজামা-কুর্তা। হবু মা দীপিকা পরেছিলেন সবুজ সিল্কের বেনারসি শাড়ি। চক্র মোটিফ-সহ বেনারসি শাড়িটির চওড়া পাড় নজর কেড়েছে। শাড়িটি জুড়ে ছিল সোনালি জরির কারুকাজ। এ শাড়ির নকশা করেছেন অনিতা শ্রফ আদাজানিয়া।
অনিতা বলেন, সবুজ রংটি বংশবৃদ্ধি ও উন্নতির প্রতীক। তাই বিশেষ দিনের কথা মাথায় রেখে দীপিকা সবুজ শাড়িটি বেছে নিয়েছেন। এই বিশেষ শাড়িটি মীনাক্ষী মন্দিরের মাদুরাই দেবীকে উৎসর্গ করা হয়েছিল।
তবে দেবী মাদুরাইকে যে শাড়ি অর্পণ করা হয়েছিল তাতে তানচুই কারুকাজ করা ছিল। হবু মা দীপিকার পক্ষে সেই ভারী শাড়ি পরা সম্ভব হবে না বলে তানচুইয়ের কারুকাজ খুলে ফেলা হয়। বাকি শাড়িটি হুবহু একই রাখা হয়। শাড়িটি তৈরি করতে ছয় মাসেরও বেশি সময় লেগেছে।
শাড়ির সঙ্গে খুব বেশি মেকআপ করেননি দীপিকা। মাথায় খোঁপা, ছোট একটি টিপ, ছিমছাম দুল আর ন্যুড মেকআপেই সেজেছেন বলিউড অভিনেত্রী।