বৃষ্টিতে প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল মিরপুর টেস্ট। প্রাকৃতিক এই নিয়ামকের বাধা শেষে খেলা মাঠে গড়ালেও আলোকস্বল্পতার কারণে পেসারদের বোলিংয়ের অনুমতি দেননি আম্পায়াররা। আর ৮০ ওভার মাঠে গড়ানোয় নতুন বল-ও নিতে চেয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু তাতে সাড় দেননি আম্পায়াররা। তাই পুরোনো বল দিয়েই ৫ ওভার হাত ঘুরান প্রোটিয়া স্পিনাররা।
এরপর ক্রিজে থাকা দুই ব্যাটার ও আম্পায়ারদের সঙ্গে আলোচনা করেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। ফলে আলোকস্বল্পতায় খেলা বন্ধ করতে বাধ্য হন দুই আম্পায়ার। আবার কখন খেলা শুরু হবে, তা এখনো জানা যায়নি।
খেলা বন্ধ হবার আগে ৮৫ ওভার শেষে ৭ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২৮৩ রান। ৮১ রানের লিড বাংলাদেশের। মিরাজ ৮৭ ও নাইম ১৬ রানে অপরাজিত। এই জুটির সংগ্রহ ৩৩ রান।
এর আগে, তৃতীয় দিনে ৫ রান যোগ করতেই ওপেনার জয়কে হারায় বাংলাদেশ। এতে মুশফিকের সঙ্গে ভাঙে তার ৪৬ রানের জুটি। ২ বল ব্যবধানে মুশিকেও হারায় স্বাগতিকেরা। দুটি উইকেটই নিজের ঝুলিতে পুরেন কাগিসো রাবাদা। ফেরার আগে জয় ৯২ বলে ৪০ ও ৩৯ বলে ৩৩ রান করেন মুশফিক।
এরপর দলের হাল ধরতে পারেননি লিটন দাসও। উইকেটের পেছনে ধরা দেওয়ার আগে ১৫ বলে ৭ রান করেন উইকেটকিপার এই ব্যাটার।
এরপর পরিস্থিতি সামলে নেন মিরাজ ও জাকের। দলীয় ১১২ রানে ষষ্ঠ উইকেট পতনের পর দলের প্রয়োজনে আরো একবার ব্যাট হাতে ত্রাতা হয়ে উঠেন মিরাজ। ৭ চার ও ১ ছক্কায় তোলে নেন টেস্ট ক্যারিয়ারের নবম ফিফটি। তার হাফ-সেঞ্চুরিতে ইনিংস হারের শঙ্কা অনেকটাই দূর হয়। শেষমেশ ৬ উইকেট হারিয়ে ২০১ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ।
মধ্যাহ্নবিরতি থেকে ফেরার পর শতক ছাড়ায় মিরাজ-জাকের জুটির রান। সপ্তম উইকেটে তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে লিড পায় বাংলাদেশ। এরপর দেখেশুনে খেলে টেস্ট ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পেয়ে যান জাকের আলী। ফিফটি দিয়েই টেস্ট অভিষেক রাঙালেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার। তবে ফিফটির পর ইনিংস বড় করতে পারেননি জাকের।
কেশব মহারাজের বলে লেগ-বিফোর উইকেটের ফাঁদে পড়েন তিনি। ৫৮ রান করে জাকের ফিরলে মিরাজের সঙ্গে ভাঙে তার ১৩৮ রানের জুটি। প্রোটিয়াদের বিপক্ষে যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি এটি।
জাকের ফেরার পর ক্রিজে মিরাজের সঙ্গী হন নাইম। মহারাজের বলে তিনিও আউট হয়েছিলেন, তবে রিভিউ নিয়ে বেঁচে যান।
এর কিছুক্ষণ পরই হানা দেয় বেরসিক বৃষ্টি। প্রাকৃতিক এই নিয়ামকের কারণে খেলা বন্ধ ছিল প্রায় এক ঘণ্টা।