এপ্রিল ২৪, ২০২৪

চলতি বছর এই নিয়ে তৃতীয় বার কর্মী সংকোচনের পথে হাঁটল তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানটি। গত জুলাইয়ে কোম্পানি ঢেলে সাজানোর ঘোষণা করে ১ লক্ষ ৮০ হাজার কর্মীর মধ্যে ১ শতাংশ কর্মীকে ছাঁটাই করেছিল সংস্থাটি। এতে চাকরি যায় ১ হাজার ৮০০ কর্মীর। জুলাইয়ের পর আগস্টেও মাইক্রোসফট তাদের গ্রাহককেন্দ্রিক গবেষণা ও উন্নয়ন প্রকল্প থেকে আরও ২০০ কর্মীকে ছাঁটাই করে। আর এবার ১০০০ কর্মীকে ছাঁটাই করা হল। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘এবার আমরা অল্পসংখ্যক কর্মী ছাঁটাই করছি। অন্য প্রতিষ্ঠানগুলোর মতো আমরাও আমাদের ব্যবসার অগ্রাধিকারগুলো নিয়মিত মূল্যায়ন করি। সেই মূল্যায়ন অনুযায়ী প্রতিষ্ঠানের কাঠামোগত সমন্বয় করি।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *