মার্চ ২৯, ২০২৪

বর্তমান কমিটির ওপর ক্ষোভ থেকে আগামী শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে লড়াই করার ঘোষণা দিলেন ঢালিউড অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে কে থাকবেন তা ঠিক করে ফেললেও এখনই নাম প্রকাশ করতে নারাজ তিনি।

নির্বাচনের প্রস্তুতির কথা জানিয়ে ডিপজল বলেন, ‘সাধারণ সম্পাদক পদে কাকে রাখব ঠিক করে ফেলেছি। এত আগে নামটা জানাতে চাই না। তবে আমি আগামী নির্বাচনের জন্য সব কিছু গুছিয়ে নামছি।’

কেন নির্বাচন করবেন তার ব্যাপারেও কথা বলেছেন এই ‘মুভিলর্ড’। তিনি বলেন, ‘শিল্পী সমিতি নির্বাচিত সদস্যদের বাদ দেওয়া নিয়ে যা ঘটেছে তা রীতিমতো কেলেঙ্কারির মতো। বিশেষ করে নির্বাচিত সহসভাপতি রুবেল ও কার্যনির্বাহী সদস্য সুচরিতাকে নোটিশ দিয়ে সমিতি থেকে সরানোর বিষয়টি মোটেও উচিত হয়নি।’

বর্তমান কমিটির কড়া সমালোচনা করে ডিপজল বলেন, ‘তারা হিন্দি ছবি আসার পক্ষে ১০ পারসেন্ট কমিশনের দিকে চলে গেছে। আর কোনো কাজে দেখা যায় না। প্রতিবার মিলনমেলার মাধ্যমে ইফতার পার্টির আয়োজন করা হয়, সেটাও তারা করল না। প্রতিবছর যেহেতু হয়, এবারও করা উচিত ছিল।’

নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এই প্রযোজক ও অভিনেতা। তার ভাষায়, ‘আমি সাধারণ শিল্পীদের জন্য কী করি তা বলার অপেক্ষা রাখে না। সাধারণ শিল্পীরা সবাই জানে। আমি নির্বাচনে ভোট পেলে পাব, না পেলে না পাব। তবে আমি অবশ্যই সভাপতি পদে নির্বাচন করব।’

শারীরিক অসসুস্থতা কাটিয়ে ওঠে পুনরায় সিনেমা হলে ফিরবেন বলেও আশাবাদী ডিপজল। ঈদুল আজহায় মুক্তি পেতে পারে তার নতুন ছবি। আগামীতে নিয়মিত ছবি মুক্তি দেবেন বলেও জানান তিনি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *