নভেম্বর ৪, ২০২৪

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সিন্ডিকেট সভায় ছাত্র ও শিক্ষক রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। আজ সোমবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় বেরোবির ১০৮তম এই সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সিন্ডিকেট সভায় ১৫ সদস্যের মধ্যে আট জন উপস্থিত ছিলেন।

সিন্ডিকেটের সভায় বেরোবিতে ছাত্র ও শিক্ষক রাজনীতি বন্ধ, শহীদ আবু সাঈদ হত্যায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক, সাত কর্মকর্তা-কর্মচারী ও ৭২ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা, ছুটি বিহীন অনুপস্থিত থাকা শতাধিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সিন্ডিকেট সভা শেষে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী এসব সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

উপাচার্য বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের বিরুদ্ধে যারা আন্দোলনে অংশ নিয়েছিল তাদের তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছিল। এই তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী আজ সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্তের মধ্যে রয়েছে, আবু সাঈদ হত্যা মামলায় গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমান, লোক প্রশাসন বিভাগের শিক্ষক আসাদুজ্জামান মণ্ডল, সাত কর্মকর্তা-কর্মচারী ও ৭২ শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে মামলা করা হবে। একই সঙ্গে তাদের সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের ছাত্র রাজনীতি বন্ধ এবং গেজেট অনুসারে শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদেরও রাজনীতির বন্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়। জুলাই বিপ্লবের পর থেকে এ বিশ্ববিদ্যালয়ে শতাধিক শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ছুটি না নিয়ে অনুপস্থিত রয়েছেন, তাদেরও সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত হয়েছে আজকের সিন্ডিকেট সভায়।

ভিসি আরও বলেন, শহীদ আবু সাঈদের ক্যাম্পাস হবে রাজনীতি মুক্ত। হত্যা ও বিভিন্ন অপরাধে আরও যারা জড়িত রয়েছে তাদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।

সিন্ডিকেট সভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আবু সাঈদের সহপাঠী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...