ডিসেম্বর ১৪, ২০২৪

প্রথমবারের মতো তিনটি ওয়ানডে ও সমান সিরিজ খেলতে আজ বাংলাদেশে এসেছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। শুক্রবার (২২ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবতণ করে আয়রিশদের বহনকারী বিমানটি। এরপর বিমানবন্দরে তাদেরকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। এরপর কড়া নিরাপত্তায় বিমানবন্দর থেকে তাদেরকে টিম হোটেলে নেওয়া হয়। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে শনিবার থেকে মিরপুরে প্রস্তুতি শুরু করবে সফরকারীরা।

আগামী ২৭শে নভেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হবে প্রথম একদিনে ক্রিকেট খেলা। একই ভেন্যুতে সিরিজের বাকি দুইটি ম্যাচ হবে ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। এরপর সিলেটে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি ক্রিকেট খেলা। সিলেটে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ই ডিসেম্বর। ৭ ও ৯ই ডিসেম্বর বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে সিরিজ।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্না আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা। স্ট্যান্ড বাই: দিলারা আক্তার, দিশা বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস সুমনা, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম তৃষ্ণা।

আয়ারল্যান্ড ওয়ানডে স্কোয়াড

গ্যাবি লুইস (অধিনায়ক), আভা ক্যানিং, ক্রিস্টিনা কুলটার রেইলি, লরা ডেলানি, সারাহ ফোর্বস, অ্যামি হান্টার, আর্লেন কেলি, অ্যামি ম্যাগুয়ার, জেন ম্যাগুয়ার, কারা মারে, লিয়া পল, ওরলা প্রেন্ডারগাস্ট, উনা রেমন্ড-হোয়ে, ফ্রেয়া সার্জেন্ট, অ্যালিস টেক্টর

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...