মার্চ ২৯, ২০২৪

বিজ প্রতিবেদক

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে ২১ ঘণ্টা পর দেশের অভ্যন্তরীণ তিন বিমানবন্দরে ফ্লাইট কার্যক্রম চালু হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১২টা থেকে চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরের উড্ডয়ন কার্যক্রম স্বাভাবিক হয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

এর আগে, সোমবার (২৪ অক্টোবর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে ঘূর্ণিঝড় সিত্রাং এর কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশালে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের তিনটি বিমানবন্দর সোমবার বেলা ৩টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল বেবিচক।

আবহাওয়া জনিত কারণে অভ্যন্তরীণ রুটের ৩ সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স, নভো এয়ার ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬০টি ফ্লাইট বাতিল করা হয়। এর মধ্যে ইউএস বাংলার ২৮টি, নভো এয়ারের ২২টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬টি ফ্লাইট বাতিল ও ৪টি ফ্লাইট পুনঃবিন্যাস করা হয়৷

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *