মার্চ ২৮, ২০২৪

আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ মঙ্গলবার (২৩ মে) ইসলামাবাদ আদালতে হাজিরা দেবেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, গত ৯ মে-এর মতো তাকে আবারও গ্রেপ্তার করা হতে পারে।

সম্ভাব্য এ গ্রেপ্তারের আগে গতকাল টুইটারে সমর্থকদের সঙ্গে যুক্ত হন ইমরান। তিনি প্রায় দেড় ঘণ্টা টুইটারে করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

ওই সময় তিনি আবারও গ্রেপ্তার হওয়ার আশঙ্কা প্রকাশ করেন। তিনি দাবি করেন, মঙ্গলবার পুনরায় তাকে জেলে নেওয়ার বড় সম্ভাবনা রয়েছে। তবে সমর্থকদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন অব্যাহত রাখার নির্দেশনা দিয়ে ইমরান জানিয়েছেন, এতে কোনো কিছুরই পরিবর্তন হবে না।

তিনি বলেছেন, ‘যদি আমাকে জেলে যেতে হয়, এটি কোনো কিছুরই পরিবর্তন করবে না। আমি এরজন্য মানসিকভাবে প্রস্তুত।’

তিনি আরও বলেছেন, ‘আমি আপনাদের সামনে জীবিত আছি। আপনারা কি মনে করেন নিরাপত্তার কারণে আমি জীবিত আছি? আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। আপনাদের শক্তিশালী বিশ্বাস থাকতে হবে, যদি আল্লাহ চায় তাহলে মৃত্যুর জন্য ১০০টি কারণ থাকতে পারে, কিন্তু যদি আল্লাহ বাঁচাতে চায় কেউ আপনাকে মারতে পারবে না। আল্লাহ দ্বিতীয়বারের মতো আমাকে আদালত প্রাঙ্গনে বাঁচিয়েছেন। যখন আমি বুঝতে পেরেছিলাম বিপদে পড়ে গেছি, আমি ভাবছিলাম আল্লাহ কিভাবে আমাকে এই বিপদ থেকে রক্ষা করবেন। আল্লাহ আমাকে বাঁচিয়েছেন।’

সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান সমর্থকদের উদ্দেশ্যে আরও বলেছেন, ‘যদি বড় কোনো কিছু চান, প্রথমে ভয়কে দূর করুন। ভয় মানুষকে থমকে দেয়। ভয় প্রাকৃতিক বিষয়, তবে এর ওপর নিয়ন্ত্রণ থাকতে হবে। এর বিরুদ্ধে লড়তে হবে। শুধুমাত্র বিশ্বাসই ভয় দূর করে।’

এছাড়া সেনাবাহিনী ও তাদের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছেন ইমরান খান। তিনি দাবি করেছেন সেনাবাহিনীর সঙ্গে তার কোনো দ্বন্দ্ব নেই। তিনি বলেছেন, ‘আমি একটি বিষয় পরিষ্কার করতে চাই আমি নিজ সেনাদের সঙ্গে লড়ছি না। কে এমনটা করে? সেনাবাহিনীর সঙ্গে আগে কোনো দ্বন্দ্ব ছিল না, এখনো নেই।’

এক টুইটার ব্যবহারকারী ইমরান খানকে জিজ্ঞেস করেন বর্তমান সেনাপ্রধান অসিম মুনিরকে ২০১৯ সালে তিনি কেন গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের ডিজির পদ থেকে সরিয়ে দিয়েছিলেন? এ প্রশ্নের সরাসরি জবাব দেননি তিনি। এর বদলে কৌশলে বলেছেন, এ প্রশ্ন যেন অসিম মুনিরকেই করা হয় কেন তাকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং এর জবাব যেন তিনি দেন।

এছাড়া গত ৯ মে পাকিস্তানজুড়ে যে সহিংস বিক্ষোভ হয়েছে এর সঙ্গে তার দলের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন ইমরান খান।

 

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *