মার্চ ২৮, ২০২৪

রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহবায়ক নাজমুল হুদা খান রুবেল জানান, বৃট্রিশ সময়ে চালু হওয়া রহনপুর সিঙ্গাবাদ রেলরুটটি সম্ভাবণাময় একটি রুট। এ রুট দিয়ে ভারত-নেপাল ও ভুটানের সাথে অল্প সময়ে কম খরচে সহজেই পণ্য আনা-নেয়া সম্ভব। এর আগেও সরকারি উদ্যোগে নেপালে সার রপ্তানিসহ তিন দেশের সাথে ব্যবসা বানিজ্য হয়েছে। কিন্তু অদৃশ্য কালো হাতের থাবায় এ রুটটি চালু হচ্ছেনা। ঘোষণা করা হচ্ছেনা এটিকে র্পূণাঙ্গ রেল বন্দর হিসেবে। তাই স্থানীয়দের আন্দোলন এবং স্থানীয় সাংসদের আন্তরিকায় ভারতীয় সহকারী হাইকমিশনারকে সরজমিনে পরিদর্শন করানো হয়েছে। আশা করা যায় তাদের দাবি দ্রুত বাস্তবায়ন হবে।

স্থানীয় সংসদ সদস্য মুহা: জিয়াউর রহমান জানান, ভারতীয় সহকারী কমিশনার সম্ভাবনাময় এ রুটটি দেখে সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি স্থানীয়ভাবে এ রুটটি দিয়ে পণ্যবাহী ও যাত্রীবাহী ট্রেনটি পুরোদমে চালুর দাবি জানানো হয়েছে। আর এ দাবিগুলো পূরণ হলেই রহনপুর শুল্ক স্টেশনটি পূর্ণাঙ্গ রেল বন্দরে রুপান্তরিত হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *