মার্চ ২৯, ২০২৪

ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক এবং স্টক ডিলারদের জন্য ব্যাংকের ঋণের বিপরীতে প্রভিশনিং বা সাধারণ সঞ্চিতি রাখার বিধান শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে এখন থেকে ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক এবং স্টক ডিলারদের ব্যাংকের ঋণের বিপরীতে প্রভিশনিং ২ শতাংশের পরিবর্তে ১ শতাংশ রাখতে হবে। এ সিদ্ধান্ত আগামী ৩০ মার্চ থেকে কার্যকর হবে।

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমানের প্রস্তাবের আলোকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে, যা সকল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে উল্লেখ করা হয়, এখন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক এবং স্টক ডিলারদের ঋণের জন্য ব্যাঙ্কগুলিকে ১ শতাংশের প্রভিশনিং বজায় রাখতে হবে। নতুন এ সিদ্ধান্ত আগামী ৩০ মার্চ থেকে কার্যকর হবে।

এর আগে গত বছরের ২৯ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে এ বিষয়ে প্রস্তাব পাঠায় বিএমবিএ। সেখানে বিএমবিএ জানায়, পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ঋণ দিলে ২ শতাংশ সাধারণ সঞ্চিতি রাখতে হয়। অথচ অন্য যে কোনো ঋণের ক্ষেত্রে ১ শতাংশ সাধারণ সঞ্চিতি রাখতে হয়। এ বিষয়টি ব্যাংকগুলোকে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত হয় বা কোনো কোনো ক্ষেত্রে সুদের হার বেশি ধরা হয়। তাই এ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা পূর্বক অন্যান্য ঋণের মতো সাধারণ সঞ্চিতি ১ শতাংশ করা হলে পুঁজিবাজারে অর্থের যোগান বাড়াতে সাহায্য করবে।

এ বিষয়ে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমান দ্য বিজ২৪কে বলেন, পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ঋণ দিলে ২ শতাংশ সঞ্চিতি রাখতে হয়। অথচ অন্য সকল ক্ষেত্রে ১ শতাংশ সঞ্চিতি রাখতে হয়। তাই ব্যাংকগুলো পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ঋণ দিতে নিরুৎসাহিত হয়। তবে নতুন এ সিদ্ধান্তের ফলে এখন থেকে এই বৈষম্য দূর হবে।’

তিনি প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমরা সৌভাগ্যবান দেশের সর্বোচ্চ পর্যায় থেকে পুঁজিবাজার উন্নয়নে সর্বাত্মক সহায়তা পাচ্ছি।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *