এপ্রিল ১৮, ২০২৪

পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) লাইসেন্স পেয়েছে দেশের শীর্ষ শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান এবিজি টেকনোলজিস লি:। ডিজিটাল পেমেন্ট সিস্টেমকে আরো একধাপ এগিয়ে নিতে কেন্দ্রীয় ব্যাংক এ লাইসেন্স প্রদান করেছে।

দেশের মানুষকে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তিতে বলিষ্ঠ পদক্ষেপ হিসেবে পেমেন্টস ও আন্তঃ ব্যাংকিং খাতে বড় ভূমিকা রাখবে ই ওয়ালেট পকেট।

স্মার্ট বাংলাদেশ বিনর্মাণে সরকার নগদ থেকে ক্যাশলেসের পথে যে যাত্রা শুরু করেছে, এবিজি টেকনোলজিস লি: গর্বিত অংশীদার হিসেবে কাজ করবে। দেশের প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে পৌছে দেবে ডিজিটাল লেনদেন সেবা।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ বৃহস্পতিবার (১৮ মে) এ সংক্রান্ত সার্কুলার জারি করে দেশে কার‌্যরত সকল তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটর, পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

সার্কুলারে জানানো হয়, ‘বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২-এর ৭ (এ)(ই) ধারার ক্ষমতাবলে এবিজি টেকনোলজিস লি: কে দেশের অভ্যন্তরে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে লাইসেন্স প্রদান করা হয়েছে।

তথ্যপ্রযুক্তিকে হাতিয়ার করে বাংলাদেশ ক্রমেই অগ্রসরমাণ ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ গড়তে, এরই ধারাবাহিকতায় ক্যাশলেস বাংলাদেশ নির্মাণে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ‘ক্যাশলেস বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ’ শিরোনামে প্রচারণা চালু করেছে। দেশ ও মানুষের কল্যানে নিয়োজিত বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান এবিজি টেকনোলজিস লি: সরকারের উদ্যোগকে আরও একধাপ এগিয়ে নেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *